আল্লামা_ইকবাল
তোমার সোফা ইউরোপের আর কার্পেট ইরানের,
আমার বুক ফেটে কান্না আসে
যখন কোনো তরুণকে এমন বিলাস
আর আয়েশের মধ্যে থাকতে দেখি।
যদি খসরুর রাজত্বের মতো বিপুল সম্পদের
মালিকও তুমি হও,
কিন্তু আলীর মতো দুরন্ত সাহস
আর সোলায়মানের মতো
নির্মল প্রশান্তি তোমার হৃদয়ে না থাকে,
তাতে লাভ কী বলো?
আজকের সভ্যতার জমকালো এ জীবন
তুমি খুঁজতে যেও না,
বিশ্বাসের চূড়ান্ত সীমায়—
একই পরিতৃপ্তি তুমি পাবে।
তরুণ-হৃদয়ে যখন ঈগল-স্পৃহা জাগে
তখন সে তার গন্তব্য দেখতে পায়— জান্নাতে
কখনও হতাশ হয়ো না, কারণ হতাশা
জ্ঞান হ্রাস করে; ডেকে আনে আত্মার বিপর্যয়।
যে বিশ্বাস করে, এবং আশায় বুক বাঁধে
সে-ই স্রষ্টার অন্যতম আস্থাভাজন বন্ধু।
ঝকমকে রাজপ্রাসাদ তো তোমার ঘর নয়,
তুমি ঈগল— ঘর বাঁধবে সবচেয়ে উঁচু পাহাড়ের উপর।
তুমি উড়বে; ওড়াই তোমার কাজ
তোমার সীমানা এক নয়— অনেক আকাশ।
